ব্যান্ডসংগীতের অন্যতম মিউজিক ইন্সট্রুমেন্ট গিটার, কীবোর্ড ও ড্রামস। অন্যান্য যন্ত্রও থাকে। কিন্তু এই তিনের উপস্থিতি অবধারিত। তবে যুগের তালে কিছু ব্যান্ড নিজেদের গানের কম্পোজিশনে ব্যবহার করছে ভিন্ন ঘরানার গানে ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলোও। সেগুলোর মধ্যে মেন্ডুলিন, এসরাজ, বেহালা, সরোদ উল্লেখযোগ্য। তা ছাড়াও সেতার ও হারমোনিয়ামও যুক্ত হচ্ছে। দেশের বাইরের ব্যান্ডগুলো তো আরেককাঠি সরেস হয়ে উঠেছে। স্যাক্সোফোন থেকে […]
