ভালো আঁকতে হলে নিয়মিত স্কেচবুকিং করতে হবে

ভালো আঁকতে হলে নিয়মিত স্কেচবুকিং করতে হবে

কার্টুনিস্ট
সম্পাদক ও প্রকাশক, উন্মাদ

আমরা এখন হাইটেক যুগে বাস করছি। আজকাল অনেক কিছুর মতো আঁকাআঁকির ডিজিটাল ডিভাইস গ্রাফিক্স ট্যাবলেটও বেশ সহজলভ্য। এসব গ্রাফিক্স ট্যাবলেট ডেস্কটপ, ল্যাপটপ এমনকি মোবাইল ফোনের সঙ্গে যুক্ত করেই ছবি আঁকা যায়। যেসব তরুণ আঁকিয়েরা কার্টুন বা ছবি আঁকে তারা এইসব ডিভাইস বেশ আগ্রহের সঙ্গে ব্যবহার করতে শুরু করেছে এবং স্বাভাবিকভাবেই তারা বেশ ভাল কাজও করছে। কিন্তু একটা জিনিস ভুললে চলবে না- ম্যানুয়াল ড্রইংয়ের কোনো বিকল্প নেই। ভালো আঁকতে হলে সবাইকেই নিয়মিত স্কেচবুকিং করতে হবে। অর্থাৎ ফ্রি-হ্যান্ড ড্রইংয়ের প্র্যাকটিসটা রাখতে হবে। তাহলেই ম্যানুয়াল কিংবা ডিজিটাল দুই প্লাটফর্মে কাজ করতে সুবিধা হবে।

Yusuf Mahmud

See all author post

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.