বাজেট প্রাইসে সেরা গ্রাফিক্স ট্যাবলেট

বাজেট প্রাইসে সেরা গ্রাফিক্স ট্যাবলেট

প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে আঁকাআঁকির ধারণাও। রঙ-তুলি, কিংবা আর্ট পেপার, পেন্সিলের বদলে আঁকিয়েরা সহজে আঁকাআঁকির জন্য বেছে নিচ্ছেন ডিজিটাল প্লাটফর্ম। একই সঙ্গে করোনা মহামারীতে ক্রমেই বাড়ছে ভার্চুয়াল ক্লাস বা ডিস্টেন্স লার্নিং ব্যবস্থাও। দুই ক্ষেত্রেই ডিজিটাল রাইটিং ট্যাবলেট কিংবা গ্রাফিক্স ট্যাবলেট অনন্য একটি ডিভাইস। এছাড়াও ডিজিটাল হ্যান্ডরাইটিং, ডিজিটাল সিগনেচার, ফটো এডিটিং, এনিমেশন, কার্টুন, থ্রিডি আর্ট, ডিজাইনিংসহ সবধরনের ইলাস্ট্রেশনের কাজের জন্য এই ডিভাইসটি অতুলনীয়।

নিত্যনতুন তথ্য-প্রযুক্তি পণ্য বিপণন ও সেবাদানকারী প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া কিংডম দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময় ধরে দেশে আঁকিয়ে, শিক্ষক, শিক্ষার্থী, এনিমেটর, ডিজাইনার, কার্টুনিস্টসহ বিভিন্ন পেশার হাজারো ক্রেতার হাতে ডিজিটাল মাধ্যমে লেখালেখি ও আঁকাআঁকির এসব ডিভাইস সরবরাহ করে আসছে। দীর্ঘ এই সময়ে মাল্টিমিডিয়রা কিংডমের হাত ধরে দেশের বাজারে পরিচয় ঘটেছে ওয়াকম, এক্সপি পেন, হুইয়ন, পার্বলো, ভেইক, এইসপেনসহ বিশ্বখ্যাত ব্র্যান্ডসমুহের অসংখ্য গ্রাফিক্স ট্যাবলেট।

মাল্টিমিডিয়া কিংডমে আড়াই হাজার টাকা থেকে শুরু করে দুই লাখ ২০ হাজার টাকা দামের গ্রাফিক্স ট্যাবলেট পাওয়া যাচ্ছে। তবে যারা ডিজিটাল প্লাটফর্মে এসব শুরু করতে চান তাদের জন্য ১০ হাজার টাকার কম মূল্যে বেশ কিছু অসাধারণ গ্রাফিক্স ট্যাবলেট রয়েছে। বাজেট প্রাইসে সেরা সেই গ্রাফিক্স ট্যাবলেটগুলো নিয়েই আজকের লেখা-

ওয়াকম ৪৭২: ডিজিটাল আঁকাআঁকির জগতে এখন পর্যন্ত অনন্য নাম ওয়াকম। আঁকাআঁকির ডিভাইস এবং আনুষঙ্গিক পণ্যে বিশ্বের শীর্ষস্থানে থাকা ব্র্যান্ডটির একেবারে শুরুর দিকের একটি মডেল ওয়াকম ওয়ান স্মল সিটিএল ৪৭২ (One Small CTL 472)। ৬ *৩.৭ ইঞ্চির অ্যাকটিভ এরিয়ার ডিভাইসটির ওজন মাত্র ২৫১ গ্রাম। ব্যাটারি ফ্রি স্টাইলাসে ডিভাইসটির পেন প্রেশার ২০৪৮। ডিভাইসটি উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং ম্যাকে সমর্থন করে। পণ্যটি অনলাইনে কিনতে কিংবা বিস্তারিত জানতে ক্লিক করুন- https://bit.ly/391hPrt

এইসপেন এপি৬০৪ (Ace-pen AP 604): তুলনামূলক নতুন একটি ব্র্যান্ড হলেও খুব অল্প দিনেই বেশ সুনাম অর্জন করেছে এইসপেন। এই ব্র্যান্ডের বাজেট প্রাইসের একটি ডিভাইস এপি৬০৪ (AP 604)। ৮১৯২ পেন প্রেশারের ডিভাইসটির অ্যাকটিভ এরিয়া ৬*৪ ইঞ্চির। ৪০০ গ্রাম ওজনের ডিভাইসটির এক্সপ্রেস কি রয়েছে ৪টি। ইউএসবি ক্যাবল সাপোর্টেবল ডিভাইসটির সাথে পাচ্ছেন এক্সট্রা ৬টি নিব। পণ্যটি অনলাইনে কিনতে কিংবা বিস্তারিত জানতে ক্লিক করুন-https://bit.ly/391hHbt

এক্সপি-পেন স্টার জি৪৩০ (XP-Pen Star G430):
বিশ্বব্যাপি জনপ্রিয় এক্সপি পেনের প্রাইমারি লেভেলের একটি ডিভাইস স্টার জি৪৩০। ডিভাইসটিতে বাড়তি মাত্রা যোগ করেছে স্লিম বডির ডিজাইন ও হালকা ওজন। মাত্র ১৩০ গ্রাম ওজনের ডিভাইসটি অ্যাকটিভ এরিয়া ৪*৩ ইঞ্চি। এর রেজুলেশন ৫ হাজার ৮০ লাইন পার ইঞ্চি(এলপিআই)। ইউএসবি সাপোর্টেবল ডিভাইসটির পুরুত্ব ১৩০*১০৭*২ এমএম।

ব্যাটারি ফ্রি স্টাইলাসসহ ডিভাইসটির প্রেশার লেভেল ২০৪৮। ডিভাইসটিতে দুটি কাস্টমাইজেবল কি-সহ ডিভাইসটি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ও অ্যাপলের ম্যাক ওএসে অনায়াসে কাজ করবে। পণ্যটি অনলাইনে কিনতে কিংবা বিস্তারিত জানতে ক্লিক করুন- https://bit.ly/2ZzAIP6

হুইয়ন ৪২০ (Huion 420):
ডিজিটাল আঁকাআঁকির ডিভাইস ও উপকরণে আরেকটি সুপরিটিত নাম হুইয়ন। এই ব্র্যান্ডের বাজেট প্রাইসের অনন্য একটি ডিভাইস হুইয়ন ৪২০ (Huion 420)। ৪*২.২৩ ইঞ্চির অ্যাকটিভ এরিয়ার ডিভাইসটি উইন্ডোজ এবং ম্যাকে সমর্থন করে। ২০৪৮ পেন প্রেশারের স্টাইলাসটি আপনাকে দেবে কাগজে পেন্সিল দিয়ে আঁকার অভিজ্ঞতা। পণ্যটি অনলাইনে কিনতে কিংবা বিস্তারিত জানতে ক্লিক করুন- https://bit.ly/3evsQ5L