কোন কোন অ্যান্ড্রয়েড ফোনে ওয়াকম ইনটুয়াস সাপোর্ট করে

কোন কোন অ্যান্ড্রয়েড ফোনে ওয়াকম ইনটুয়াস সাপোর্ট করে

সম্প্রতি আঁকাআঁকির ডিজিটাল ডিভাইসের জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড ওয়াকম নতুন পদক্ষেপ নিয়েছে। তাদের বেশ কিছু ডিভাইসকে তারা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে সাপোর্টেবল করে দিয়েছে। এর মধ্যে আপনি যদি সিটিএল ৪১০০ এবং সিটিএল ৬১০০ মডেলের গ্রাফিক্স ট্যাবলেটের সংগ্রহ করে থাকেন, যা ইন্টুয়াস এস বা স্মল এবং ইন্টুয়াস এম বিটি বা ইন্টুয়াস মিডিয়াম ব্লুটুথ নামেও পরিচিত; তাহলে এই সুবিধা পাবেন। আপনার প্রিয় ডিভাইসটি এখন একটি ক্যাবলের সাহায্যে সরাসরি ফোনের সঙ্গে যুক্ত করেই আঁকাআঁকির সফটওয়্যারে ছবি আঁকতে পারবেন। এমনকি ফোনটিকে ব্যবহারও করতে পারবেন ডিভাইসের মাধ্যমেই।

এই সুবিধায় আপনি আপনার সহজেই বহনযোগ্য কোন স্মার্টফোন বা ট্যাবলেট ব্যবহার করে যে কোন স্থান থেকেই আঁকাআঁকি করতে পারবেন আরো সহযে। কিন্তু তার আগে জেনে নিন আপনার স্মার্টফোন অথবা ট্যাবলেটটি এই গ্রাফিক্স ট্যাবলেটটিতে সাপোর্ট করে কি না।

Intuos S (CTL4100) or Intuos M BT (CTL6100) compatible Device

Asus Zenfone 3 / Type-C
Asus Zenfone 4 / Type-C
Asus Zenpad / Type-C
Asus Zenpad 3 8″ / Type-C
Caterpillar CAT S60 / Type-C
Google Pixel 3 / Type-C
Huawei Honor 8X / microUSB
Huawei P10 / Type-C
Huawei P20 / Type-C
Huawei P30 / Type-C
Huawei MediaPad M5 Lite / microUSB
Huawei Mate 10 Pro / Type-C
Huawei Mate 20 Pro UD / Type-C
Huawei Nova 4 / Type-C
LG G6 / Type-C
LG Nexus 5X / Type-C
NEC LAVIE / Type-C
Nokia 7 Plus / Type-C
Nokia 8.1 / Type-C
Nokia 9 Pure View / Type-C
Oneplus Oneplus 6 / Type-C
Oppo Oppo A5 / Type-C / microUSB*
Samsung Galaxy Note 10 / Type-C**
Samsung Galaxy Note 10+ / Type-C**
Samsung Galaxy Note 8 / Type-C**
Samsung Galaxy Note 9 / Type-C**
Samsung Galaxy Tab S3 / Type-C
Samsung Galaxy Tab S4 / Type-C
Samsung Galaxy S10+ / Type-C
SHARP Aquos Sense plus / Type-C
Sony Xperia X / microUSB*
Sony Xperia XZ2 / Type-C*
Vivo Y93 / microUSB*
Xiaomi Mi 6 / Type-C
Xiaomi Mi9T Pro / Type-C
Xiaomi Redmi Note 7 / Type-C
Xiaomi 5X / Type-C

* চিহ্নিত ডিভাইসগুলোর অ্যানড্রয়েড সেটিংয়ে ইউএসবি কানেক্টিটি পরিবর্তন করে নিতে হবে।
** চিহ্নিত ডিভাইসগুলোতে কার্সর একটি বিন্দুতে পরিণত হবে।

আপনার ডিভাইস সমর্থিত অ্যান্ড্রয়েড ডিভাইসটি থাকলে পরবর্তী ধাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো একটি ওটিজি ইউএসবি অ্যাডাপটার সংগ্রহ করা। যেসব অ্যাডাপটার ওয়াকম অনুমোদন করে-
CableCreation CC0018 / Type-C
Rampow USB C to USB3.1 / Type-C
StarTech UUSBOTGW / microUSB
Ugreen10822 / microUSB
Nonda MI22SGRN / Type-C
Basesailor B07449RJV8 / Type-C

সব ঠিকঠাক থাকলে কম্পিউটারে প্লাগড ইন থাকা অবস্থায় আপনার ডিভাইসের ফার্মওয়্যারটি আপডেট করে নিন। এরপর নির্ধারিত ওটিজি ক্যাবল এবং অ্যাডাপ্টার সংযুক্ত করে ফোনেই শুরু করে দিন আঁকাআঁকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.